আফজাল মিয়া/আলী জহুর
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, ২১ জুলাই শনিবার সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জগন্নাথপুর থানায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নৈপুন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান। এর আগে ওসি হারুনুর রশীদ চৌধুরী আরেকবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।
এদিকে-জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দ্বিতীয় বারের সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য আলী আছগর ইমন, কলি বেগম, হেনা বেগম, আফজাল মিয়া, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ। এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, জেপি নিউজ ২৪ ডটকমের সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, সংবাদকর্মী আলী জহুর ও ব্যবসায়ী সুমন মিয়া। বিবৃতিদাতারা ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সফলতা কামনা করেন।