মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবন্ধি কন্যাকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবুল দাস (৩৫) নামের জগন্নাথপুর বাজারের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেব বাড়ি গ্রামের মৃত সুধীর দাসের ছেলে।
জানাগেছে, ৯ জানুয়ারি সোমবার রাতে এক প্রতিবন্ধি কন্যাকে ধর্ষণের চেষ্টা করেন বাবুল দাস। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়। ১০ জানুয়ারি মঙ্গলবার মামলার আসামী বাবুল দাসকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।