মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আধুনিকতার ছোয়া নিয়ে উদ্বোধন হয়েছে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। ২৩ আগস্ট শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে ফিতা কেটে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি মোশাহিদ আলী ভূইয়া, সাবেক বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.গুরুপদ রায়, ডা. তাজুল ইসলাম আসাদ, কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের মধ্যে শাহিন মিয়া, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, সুহেল আহমদ, রাজন দাস, দেবাশীষ তালুকদার, আলী নুর, মান্না বণিক, বিমল বণিক, রিপন গোপ, অরূপ সরকার, প্রদীপ দে, পার্থ বণিক, শ্যামল দে প্রমূখ। এতে সিলেট থেকে আসা ৭ জন চিকিৎসক দল দিন ব্যাপী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।