মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে।
জানাগেছে, ১৮ আগস্ট রোববার শ্রীকৃষ্ণপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সুমের দাস ও লিনা রাণী দাস নামের একই পরিবারের স্বামী-স্ত্রী আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগ সূত্র নিশ্চিত করেছেন।