জগন্নাথপুরে হাসপাতাল হিমাগারে থাকা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ অবশেষে মর্গে প্রেরণ

Spread the love

মো.শাহজাহান মিয়া ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ হাসপাতাল হিমাগারে থাকার ৯ দিন পর অবশেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, গত ৬ আগস্ট মঙ্গলবার রাত ৮ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় অচেতন অবস্থায় অনুমান ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর থেকে ওই ব্যক্তির মৃতদেহ হাসপাতাল হিমাগারে ছিল। অবশেষে ঘটনার ৯ দিন পর ১৫ আগস্ট বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসাপাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই আফছার আহমেদ তা নিশ্চিত করেছেন।