মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-১ ও পোল্ডার-২ এর আওতায় বড়-বড় হাওরের সাথে ছোট-ছোট হাওরের ফসল রক্ষায়ও বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা ও ইছগাঁও হাওরের ফসল রক্ষায় স্থানীয় কাটাগাং নামক নদীর দক্ষিণপাড় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ করা হচ্ছে। ৮ লাখ টাকা ব্যয়ে ৩১নং পিআইসি কমিটির মাধ্যমে বাঁধে মাটি কাটার কাজ চলছে।
২৫ জানুয়ারি বুধবার সরেজমিনে দেখা যায়, এস্কেভেটর মেশিন ও শ্রমিকদের দিয়ে দ্রুত গতিতে ভাঙনে মাটি ভরাট করা হচ্ছে। এ সময় ৩১নং পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাই মিয়া জানান, গত কয়েকদিন ধরে বাঁধের ভাঙন ভরাট কাজ করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবো। তবে কাজের তুলনায় বরাদ্দ কম মনে হচ্ছে। তাই বরাদ্দ বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।