মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমি সাধক কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর স্মৃতিচিহৃ পরিদর্শন করলেন বিদ্যুৎ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এ সময় তারা এশিয়া মহাদেশের ধামাইল গানের জনক রাধারমণের স্মৃতিচিহৃ ধরে রাখতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান।
২১ জানুয়ারি শনিবার রাধারমণের সেই আলোচিত কুঞ্জঘর পরিদর্শন কালে তারা অভিভূত হন। “তোমরা কুঞ্জ সাজাও গো আজ প্রাণনাথ আসিতে পারে”। রাধারমণ তাঁর গানে হয়তো এ কুঞ্জ ঘরের কথা তুলে ধরেছেন। এছাড়া রাধারমণের সমাধি স্থান ও প্রস্তাবিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স এর স্থান সহ বিভিন্ন স্মৃতিচিহৃ ঘুরেঘুরে দেখেন বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সদস্য, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রকৌশলী ধুর্জটী প্রসাদ সেন, উপ-সচিব মোঃ আবু ছাইদ, শাহজিবাজার ব্যবস্থাপক একে মফিজ উদ্দিন আহমেদ, উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী দীনেশ চন্দ্র মিস্ত্রি, সহকারি প্রকৌশলী সাইদুর রহমান, জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, উপ-সহকারি প্রকৌশলী আবুল আজাদ পাবেল প্রমূখ। এ সময় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রমজান আলী, নির্বাহী সদস্য টুনু মিয়া, তৈয়ব আলী, লিটন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।