মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায়ও চলছে হাওরের বোরো ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ কাজ। হাওরের সাথে যুক্ত থাকায় পৌর শহরের কেশবপুর গ্রাম এলাকায় ৩টি ভাঙনে বাঁধ নির্মাণের জন্য মাটি ভরাট কাজ চলছে। ২২ জানুয়ারি রোববার দেখা যায়, গাড়িতে এনে ভাঙনে মাটি ভরাট করা হচ্ছে। এ সময় এ কাজ পাওয়া ২৯নং পিআইসি কমিটির সভাপতি পৌর কাউন্সিলর আলাল হোসেন জানান, অল্প সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষে দ্রুত মাটি ভরাট করা হচ্ছে।