মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তোলপাড় চলছে। গত ৩১ মে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর ফেরার পথে লিলপুর নামক স্থানে ২ টি যাত্রীবাহী অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গাড়িতে থাকা যাত্রী যুবলীগ নেতা ইব্রাহিম আলী গুরুতর আহত হন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয় এবং আহত জনপ্রিয় যুবলীগ নেতা ইব্রাহিম আলীর সুস্থ্যতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। এতে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আহত যুবলীগ নেতা ইব্রাহিম আলী।