মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৭নং সদর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ সুহেল আহমদ আবারো প্রার্থী হয়েছেন। তাঁর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্নের লক্ষে এবার তিনি উটপাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
১১ জানুয়ারি সোমবার সফল কাউন্সিলর সুহেল আহমদ ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অতীতের সকল ভূলভ্রান্তি ক্ষমা করে আমার উটপাখি মার্কায় ভোট দিন। এবার আমি নির্বাচিত হলে পৌর মেয়র সহ সর্বস্তরের ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ৭নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে উন্নীত করবো। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে আমার উটপাখি মার্কায় ভোট চাই। সেই সাথে বিজয় নিশ্চিতের লক্ষে ওয়ার্ডবাসী সহ দেশ-বিদেশে থাকা সকল শুভাকাঙ্খিদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।