মো.শাহজাহান মিয়া ::
সারা দেশের মতো সুনামগঞ্জ-৩ আসনে রাত পোহালেই ভোট যুদ্ধ শুরু হবে। ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে পুলিশ, র্যাব. সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীর এজেন্টগণ। এছাড়া ভোটাররাও প্রস্তুত তাদের মূলবান ভোটাধিকার প্রয়োগের জন্য। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে গিয়ে লাইন দিবেন।
জানাগেছে, এবার সুনামগঞ্জ-৩ আসনে মুল প্রতিদ্বন্ধি হবে আ.লীগের বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (নৌকা) ও বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর মধ্যে। এর মধ্যে নিজেদের প্রার্থীর বিজয়ের লক্ষে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করেছেন উভয় দলের নেতাকর্মীরা। এবার জন রায়ের মাধ্যমে কে হচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনে আগামী দিনের এমপি, প্রতীয়মান হবে রাত পোহালেই। তাই ভোট প্রদান ও ভোটের ফলাফল জানার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন সর্বস্তরের জনতা।