মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারের ভাই ভাই সুপার মার্কেটের ৪র্থ বৎসরে পদার্পন উপলক্ষে মার্কেটের মালিক হাজী কামাল উদ্দিন ও হাজী নেছাওর উদ্দিন (কুতুব) এর পক্ষ থেকে ২৭ মে সোমবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপত্বি করেন হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসা গভর্ণিংবডির সভাপতি আলহাজ¦ আবদুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিক। মাহফিলে দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজ উদ্দিন বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর বাজার কমিটির সভাপতি শাহিদ মিয়া, বাজার সেক্রেটারি আবদুল কাদির, ভাই ভাই সুপার মার্কেটের পরিচালক আওলাদ হোসেন ও হেলাল উদ্দিন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক রিয়াছত আলী, বশির উদ্দিন, মাওলানা মহি উদ্দিন এমরান, মিরপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক আমির হামজা, রাজনীতিবিদ এমএম সুহেল, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা জুয়েল উদ্দিন, হাফিজ উদ্দিন, আশরাফ উদ্দিন, আতাউর রহমান, মুহিব উদ্দিন, ব্যবসায়ী শফিক উদ্দিন, দিলাল উদ্দিন, সেবুল মিয়া, জুনেদ আবেদীন, নাজিম উদ্দিন প্রমূখ।