গায়ানায় খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ম্যাচটি দাপটের সঙ্গে (ক্লিনিক্যালি ফিনিশ) জেতা উচিত ছিল আমাদের।’ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ব্যাট হাতে টাইগারদের নৈপুণ্যটা ছিল তেমনই। ২৭১ রানের টার্গেটে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল রেকর্ডগড়া। গায়ানায় বাংলাদেশের ইনিংসের ৫০ রান পূর্ণ হয় মাত্রই ৪.৪তম ওভারে। ওয়ানডেতে বাংলাদেশের এটি দ্রুততম অর্ধশত রানের রেকর্ড। গায়ানায় বাংলাদেশের ইনিংসের শুরুর ২ ওভারেই স্কোর বোর্ডে জমা পড়ে ৩২ রান। নিজের উইকেট দেয়ার আগে ৯ বলে ২৩ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের দ্রুততম ফিফটি দলীয় ৩৬ রানে বিজয়ের বিদায়ে ক্রিজে গিয়ে মারকুটে ব্যাটিং জারি রাখেন সাকিব আল হাসান। ব্যাটে ঝড় তোলেন অপর ওপেনার তামিম ইকবালও। ৪.৪তম ওভারে আলজারি জোসেফের বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ৫০ পূর্ণ করেন সাকিব। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম অর্ধশত রানের রেকর্ডটি ছিল ৫.৩ বলে। গতকাল গায়ানায় প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৭৯/১-এ। দেশের বাইরে ম্যাচের প্রথম পাওয়ার প্লেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। বল হাতে নিজের প্রথম ওভারে ২০ রান দেন ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে এটি ক্যারিবীয় কোনো খেলোয়াড়ের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডারকে একটি চার ও দুটি ছক্কা হাঁকান এনামুল হক বিজয়।