মো.শাহজাহান মিয়া ::
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১২টি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রতিটি সংগঠন সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিলাউড়া বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন।
আয়োজনকারী সংগঠনগুলো হচ্ছে, তালামিযে ইসলামীয়া ৫নং চিলাউড়া হলদিপুর ইউপি শাখা, চিলাউড়া ফুটবল একাডেমি, প্রাক্তন ছাত্র পরিষদ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, চিলাউড়া ইউনাইটেড ফুটবল ক্লাব, রসুলপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ, চিলাউড়া পন্ডিতা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ, রসুলপুর আদর্শ স্পোর্টিং ক্লাব, উত্তর রসুলপুর শাপলা ইসলামী যুব সংঘ, চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘ, লতিফিয়া ইসলামী যুব সংঘ, চিলাউড়া ব্রাদার্স’স স্পোর্টিং ক্লাব ও হলদিপুর আলোর প্রত্যাশা ইসলামী যুব সংঘ।