Spread the love
মো.শাহজাহান মিয়া ::
ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজী মাওলানা এমদাদ উল্লাহ-শায়খে কাতিয়া। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি সৈয়দ মাওলানা মাছরুর কাশেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ ফয়সল আহমদ, মাওলানা ফজল আহমদ, মাওলানা গিয়াস উদ্দিন, এম শাহিনুর রহমান প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আলেম, উলামা সহ সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন।