মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ মহকুমা আ.লীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক, লন্ডন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি প্রয়াত মাস্টার রইছ উদ্দিনের ছোট ভাই কবি আবুল বশর আনছারী (৯২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ২৭ নভেম্বর মঙ্গলবার রাতে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তাঁর মেয়ে টাওয়ার হেমলেটস এর কাউন্সিলর জেনিথ রহমান, ছেলে ইনভেষ্টম্যান ব্যাংকার আমজাদ সোলেমান আনছারী সহ ৩ ছেলে ও ২ মেয়ে এবং তাঁর ভাতিজা সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।