মো.শাহজাহান মিয়া ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান পূর্ণমন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য আলী আছগর ইমন, কলি বেগম, হেনা বেগম, আফজাল মিয়া, ফজলুর রহমান, ফখরুল ইসলাম, আলী জহুর, আলী হোসেন খান প্রমূখ। এছাড়া পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র সমিতির সভাপতি নিকেশ বৈদ্য।