স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলা থেকে ফয়সল মিয়া ও নেহার খান জামিন লাভ করেছেন।
জানাগেছে, ২০ আগষ্ট সোমবার সুনামগঞ্জ আদালতে হাজির হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জানাযায়, বিগত ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে মাদ্রাসার জমি নিলাম নিয়ে গ্রামবাসীর পক্ষে ফয়সল মিয়া ও জাবেদ আলমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফয়সল পক্ষের নুর আলী নিহত সহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। এর মধ্যে প্রতিক্ষের দায়েরকৃত মামলা থেকে ফয়সল মিয়া ও নেহার খান জামিন লাভ করেন। এতে গ্রামবাসীদের মধ্যে স্বস্তি ফিরে আসে বলে শ্রীধরপাশা গ্রামের অনেকে জানান।