দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে ঈদ-উল-আযহা উপলক্ষে সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার পাগলা বাজারস্থ সমিতির কার্যালয়ে সমিতির সদস্য ও হতদরিদ্র ২শ টি পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ জাহান আলম।
সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী সদস্য মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সভাপতি মো. নুরুল হোসেনর পরিচালনায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস হেলথ এডুকেশন সোসাইটির সিনিয়র সহ সভাপতি মো. হুমুয়ূন কবির,সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সমিতির সদস্য মোছা. পারুল বেগম,মোছা. রুনা আক্তার, রিয়া বেগম, রুহুল আমীন,খালেদা বেগম, সাবানা বেগম,ফারজানা বেগম, সুমন মিয়া,আনোয়ার হোসেন প্রমুখ।