হোসাইন আহমদ,দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে নিরাপদ সড়কের জন্য নাগরিকদের কর্তব্য বিষয়ক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মোটরযান চালক,গণপরিবহন, শ্রমিক,স্কাউট,গালর্স-গাইডদের নিয়ে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্লাহ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী মো. আবুল কালাম।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দিরাই-দক্ষিণ সুনামগঞ্জ এর ট্রাফিক ইনচার্জ মো. রমজান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, জেলা শ্রমিক নেতা ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী,গাড়ী চালক ফজলুর রহমান,আব্দাল মিয়া,আবুল হাসনাত,আলী হোসেন,অজয় দাস প্রমুখ।