Spread the love
মো.শাহজাহান মিয়া/আলী জহুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারে ঈদের হাটে মানুষের ঢল নেমেছে। প্রতি সপ্তাহের শুক্রবার নিয়মিত পশুর হাট বসে রসুলগঞ্জ বাজারে। তবে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর জন্য পশু কিনতে মানুষের ঢল নামে। এটি ঈদের শেষ হাট হওয়ায় কোরবানীর পশু কিনতে মানুষ মরিয়া হয়ে উঠেন। ক্রেতারা যার যার সাধ্যমতো কিনেছেন গরু-ছাগল। হাটে যেমনি ছিল পশুর আমদানি- তেমনি ছিল লোক সমাগম। সব মিলিয়ে শেষ পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। এতে ক্রেতা ও বিক্রেতাদের মুখে ছিল আনন্দের হাসি। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।