মো.শাহজাহান মিয়া/কলি বেগম ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হাবিবনগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে আবার দুরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জরুরী ভিত্তিতে হবিবনগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবিতে ফুসে উঠেছেন গ্রামবাসী।
অবশেষে ৪ জানুয়ারি শুক্রবার হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সামাদের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী ছুরত মিয়া, সালামত মিয়া, সামসুল ইসলাম রানা, হাজী সৈয়দ আলী সরাফত, হাজী ফয়াজ উল্লাহ, হাজী আহমদ আলী, হাজী আব্দুল বশির, সিরাজ মিয়া, সুজাত খান, আলী হোসেন, আবদুল জব্বার, জব্বার মিয়া, নিরেশ কর, আলী আফসার, সাইফুর রহমান, বাদশা মিয়া, নিরঞ্জন কর প্রমূখ।
বক্তারা জরুরী ভিত্তিতে হবিবনগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, হবিবনগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা করছি। অনুমোদন হয়ে গেলে হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে।