Spread the love
মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইভিএম ত্রুটির অভিযোগ করেছেন পরাজিত আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া। নির্বাচনে ৩টি কেন্দ্রে ইভিএম ত্রুটির কারণে ভোট প্রদান করতে পারেননি অনেক ভোটার। এছাড়া আরো বিভিন্ন ত্রুটি তুলে ধরে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া বলেন, শুধু স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ প্রায় ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। এ বিষয়ে ১৭ জানুয়ারি রোববার সুনামগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন মিজানুর রশীদ ভূইয়া। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।