মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছেন।
জানাগেছে, আন্তরিকতার সাথে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গত ২৩ অক্টোবর ঢাকায় মানবাধিকার জোট এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে মানবাধিকার জোট এর সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা, বিচারপতি সিকদার মকবুল হক, মহাসচিব ও সাংবাদিক মিলন মল্লিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার গুনীজন উপস্থিত ছিলেন।
এছাড়া আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সব্বোর্চ গ্রেফতারি পরোয়ানা তামিলের অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার ৫ বারের শ্রেষ্ঠ ওসির সম্মাননা লাভ করেন ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
এদিকে-জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড লাভ করায় ওসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলার খবর সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, সাহিত্য সম্পাদক প্রভাষক মিছলুর রহমান, সদস্য আলী আছগর ইমন, কলি বেগম, হেনা বেগম, আফজাল মিয়া, সাংবাদিক ফখরুল ইসলাম, আলী জহুর, আলী হোসেন খান, জাহির আলী ও জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ। বিবৃতিদাতারা এ্যাওয়ার্ড প্রাপ্ত ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।