মো.শাহজাহান মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে মাটি ভরাট নিয়ে কেউ কথা রাখেননি। যে কারণে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠটি তুলনা মূলক বড় হওয়ায় এখানে ক্রিকেটসহ সব ধরণের খেলা ধূলার আয়োজন করা হয়। এ মাঠে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের অধীনে ৫ থেকে ৬শ জন ক্রিকেটার খেলাধূলা করে থাকেন। তবে মাঠটি খেলাধূলার উপযোগী না থাকায় খেলোয়াড়দের অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। তাই এ মাঠে মাটি ভরাট করা অতীব জরুরী হয়ে পড়েছে। যে কারণে মাঠে মাটি ভরাট করার জন্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীসহ ক্রীড়া ব্যক্তিরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি তোফাজ্জল হক সুমন বলেন, কলেজ মাঠে মাটি ভরাটের জন্য আমরা মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন-নিবেদন করেও ব্যর্থ হয়েছি। এরপরও আমরা আশা ছাড়িনি। তাই যতো তাড়াতাড়ি সম্ভব জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে মাটি ভরাট করে শিক্ষার্থীসহ জগন্নাথপুরবাসীকে নির্বিঘেœ খেলাধূলা করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য আমরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।