মো.শাহজাহান মিয়া/আলী হোসেন খান ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত জগন্নাথপুর গ্রামের পঞ্চায়েতি কবরস্থানের রাস্তা না থাকায় লাশ দাফন করতে গিয়ে বিপাকে পড়েন জনতা।
জানাগেছে, জগন্নাথপুর গ্রামের পঞ্চায়েতি কবরস্থান থাকলেও রাস্তা নেই। রাস্তা না থাকায় লাশ দাফন করতে গিয়ে গ্রামবাসীদের বিপাকে পড়তে হয়। হেমন্ত মৌসুমে সমস্যা না হলেও বর্ষা মৌসুমে নৌকা ছাড়া কবরস্থানে লাশ দাফন করা যায় না।
তাই কবরস্থানের খালে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করতে সম্প্রতি-গ্রামবাসীর পক্ষে জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে আবেদন করা হলেও কাজ না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ বলেন, আগামীতে কবরস্থানের রাস্তা মাটি ভরাট করা হবে।