মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার কলকলিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদক, জঙ্গি, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ৩ জুন সোমবার স্থানীয় সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ভবনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদের সভাপতিত্বে এবং জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম ও এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ।
এতে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল আহমদ, কামারখাল গ্রামের বাসিন্দা আবদুল মালিক, শ্রীধরপাশা গ্রামের জুলফুকার আলী, আশরাফ আলম কোরেশী, ফয়সল মিয়া, হাবিবুর রহমান মেম্বার, লিয়াকত হোসেন অমৃত মেম্বার, মাওলানা মতিউর রহমান, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রোকন উদ্দিন, গলাখাল গ্রামের মাওলানা সরোয়ার হোসেন সাদিপুর গ্রামের জসিম উদ্দিন প্রমূখ। উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।