মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের সাজিদ উল্লার ছেলে মতিউর রহমান, বুধরাইল গ্রামের মৃত জুনাব আলীর ছেলে হাসান মিয়া, পৌর এলাকার বাদাউড়া গ্রামের মৃত জগৎ দাসের ছেলে নিরঞ্জন দাস ও গন্ধর্বপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মজলু ওরফে মঞ্জু। এর মধ্যে নিরঞ্জন দাসকে ১১ লিটার মদ সহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, ৫ মে রোববার রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার এসআই কবির উদ্দিন, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই মোঃ আতিকুল আলম খন্দকার, এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই আনোয়ার হোসেন, এএসআই মোশাহিদ মিয়া ও এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে ৬ মে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।