Spread the love
মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ প্রার্থীর নির্বাচন প্রত্যাহার ও ৮ জনকে আটক করা হয়েছে। ১০ অক্টোবর শনিবার মেয়র পদে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। দিন ব্যাপী নির্বাচনে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় চলছে ভোট গণনা। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা না হলেও নৌকার মাঝি মিজানুর রশীদ ভূইয়া এগিয়ে রয়েছেন। চলছে নৌকার বিজয় মিছিল। তবে নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম মৌখিক ভাবে নির্বাচন প্রত্যাহার করেছেন। নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন অপরাধে ইকড়ছই মাদ্রাসা কেন্দ্র থেকে ৪ জন ও ভবানীপুর স্কুল কেন্দ্র থেকে ৪ জন সহ মোট ৮ জনকে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট