মো.শাহজাহান মিয়া/আবদুল ওয়াহিদ ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ টাকায় চাল পেয়ে গরীব মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। মাত্র ১০ টাকা কেজি দরে গরীবের কাছে চাল বিক্রি করছে সরকার। মহামারি করোনা দুর্যোগ মোকাবেলায় সরকার চালু করেছে খোলা বাজারে চাল বিক্রি। ওএমএস ডিলার সুশান্ত কুমার রায় ও হাসান আহমদের মাধ্যমে এ চাল বিক্রি চলছে। শনিবার ১০ টাকা কেজি দরে জনপ্রতি ২০ কেজি করে জগন্নাথপুর পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডের ৭৫১ জনের মধ্যে চাল বিক্রি করা হয়েছে।
যদিও বাজারে বর্তমানে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। যে কারণে কম দামে চাল কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ।