মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট (শান্তিনগর) বাজার সেক্রেটারী পদে সাবেক সেক্রেটারী বিলাল আহমদ গণসংযোগ করে যাচ্ছেন।
জানাগেছে, জগন্নাথপুর পৌরসভার অধীনে হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির নির্বাচন হয়ে থাকে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নির্বাচনে অংশ নিতে সাবেক বাজার সেক্রেটারী বিলাল আহমদ প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তবে সেক্রেটারী প্রার্থী সাবেক সেক্রেটারী বিলাল আহমদ অভিযোগ করে বলেন, আমি প্রার্থী থাকা সত্বেও একটি মহল সিলেকশনে অন্যকে সেক্রেটারী বানাতে চাইছে। এ ব্যাপারে আমি ২০ সেপ্টেম্বর জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
জানতে চাইলে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ বলেন, হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির নির্বাচন বাস্তবায়নের জন্য আমাদের একটি নির্বাচন কমিশন আছে। তাদের অধীনে নির্বাচন হবে। তবে এখনো নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী থাকলে কোন অবস্থায় সিলেকশন হবে না। অবশ্যই ইলেকশনে নির্বাচিত হতে হবে।