মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ইমান আলী (৪০) নামের এক দিন মজুর আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর ফকির বাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।
জানাগেছে, পতিত জমিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরা নিয়ে মইজপুর গ্রামের আবদুস শহীদের লোকজনের হামলায় দিন মজুর ইমান আলী আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।