মো.শাহজাহান মিয়া/আলী জহুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের বলবল গ্রাম এলাকার সড়কে। আহতরা হলেন ব্যবসায়ী হারুন মিয়া, শুভরাজ মিয়া ও মাসুক মিয়া।
আহতরা জানান, ৩০ জানুয়ারি বুধবার অটোরিকশা ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হারুন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।