Spread the love
মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফিঙ্গার চাপ মেলাতে বিভিন্ন কেন্দ্রে কিছুটা বিলম্ব হলেও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ) প্রতীকে ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতীকে ৮০১৮ ভোট পেয়েছেন।