মো.শাহজাহান মিয়া/আলী হোসেন খান ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে “শিক্ষা, কল্যাণ, ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর স্টুডেন্টস কেয়ার এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাছুম মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
বক্তব্য রাখেন লেকচারার আবদুল হাদি, শিক্ষক রুহুল আমিন, জগন্নাথপুর স্টুডেন্টস কেয়ার এর প্রতিষ্ঠাতা সদস্য এম শামীম আহমেদ, স্টুডেন্টস কেয়ার এর সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, জুয়েল হোসেন, সাইফুর রহমান, আমিনুর রহমান হিমেল, কামরুল ইসলাম সাজু, আলী হোসেন, হুমায়ুন কবির, সাইদুল ইসলাম বাবলু, প্রদীপ, রনি গোপ প্রমূখ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।