মো.শাহজাহান মিয়া/কলি বেগম ::
সুনামগঞ্জ ৩ আসনে সম্ভাব্য নৌকার কান্ডারি সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের ছেলে কেন্দ্রীয় আ.লীগের সাবেক উপ-সম্পাদক আজিজুস সামাদ ডনের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর মঙ্গলবার বিকেলে ডনের সমর্থনে ও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সুনামগঞ্জ ৩ আসনে সম্ভাব্য নৌকার কান্ডারি আজিজুস সামাদ ডনের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাশিম, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মেতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাংগঠনিক সম্পাদক শাহানুল হক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নেতা আনহার মিয়া, জাহাঙ্গীর আলম, সামছুল হক, সুনু মিয়া, সাজু মিয়া, বশির মিয়া, কয়েছ মিয়া, আনা মিয়া সহ দলীয় নেতাকর্মী ও পথচারী জন সাধারণ অংশ গ্রহন করেন।
এর আগে জগন্নাথপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ বাসীর কাঙ্খিত ব্যক্তি সুনামগঞ্জ ৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আজিজুস সামাদ ডন। এতে শতশত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।