মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত চারু মিয়ার ছেলে শাহিন মিয়া, উপজেলার স্বজনশ্রী গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে মাওলানা নেছার উদ্দিন ও তার স্ত্রী।
এর মধ্যে শাহিন মিয়া নারী নির্যাতন মামলার আসামী ও অন্য মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মাওলানা নেছার উদ্দিন এবং তার স্ত্রীও সাজাপ্রাপ্ত আসামী। জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে আসামীদের গ্রেফতার করে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান নিশ্চিত করেছেন।