আফজাল মিয়া/আলী জহুর
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ ২ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ৩১ জুলাই মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে সংগীয় এএসআই মোক্তার হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে মামলায় ২ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রুনু মিয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জামালপুর (রুপশপুর) গ্রামের মাসুক মিয়ার ছেলে। এছাড়া পৃথক অভিযানে এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ দল আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আরেক পলাতক আসামী ছুটন মিয়াকে গ্রেফতার করেন। সে উপজেলার উলুকান্দি গ্রামের ছুরুক মিয়ার ছেলে। গ্রেফতারকৃতদের ১ আগষ্ট বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।