মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য সহ ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রমাপতিপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গ্রামের রাস্তায় মাটি কাটা নিয়ে সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আকমল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আকমল পক্ষের জুবায়ের, আলামিন, ফয়সল, সিরজন ও মাসুক সহ কমপক্ষে ৫ জন আহত হন। এর মধ্যে জুবায়ের ও আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে বিষয়টি আপোষে নিস্পত্তি হয়।
পরে আবার রাত সাড়ে ৮ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও মজলু মিয়াকে আটক করা হয়। এ সময় সংঘর্ষে ব্যবহৃত দেশীয় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। সংঘর্ষ ও আটকের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই ফিরোজ মিয়া বলেন, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। পুলিশ না থাকলে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতো।