মো.শাহজাহান মিয়া/কলি বেগম ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতবস্ত্র বিক্রির ধূম পড়েছে। বাংলা মাস অগ্রহায়ণ শুরু হওয়ার সাথে সাথে শীত নামতে শুরু করেছে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে গরম কাপড় কিনতে শুরু করেছেন শীতার্ত জনতা।
১৭ নভেম্বর শনিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর সদর বাজারে কাপড়ের দোকান গুলোতে গরম কাপড় কিনছেন ক্রেতারা। বিশেষ করে ফুটপাতের দোকান গুলোতে গরম কাপড় বিক্রির ধূম পড়েছে। নি¤œ আয়ের সাধারণ মানুষ কমদামে কাপড় কিনতে ফুটপাতের দোকান গুলোতে ভীড় করছেন। এ সময় ক্রেতারা জানান, অন্য বছর থেকে এবার কাপড়ের দাম অনেক বেশি। যে কারণে অনেকে কাপড় কিনতে পারছেন না।
তবে বিক্রেতারা বলেন, অন্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি। কারণ হিসেবে তারা জানান, বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।