মো.শাহজাহান মিয়া/আলী হোসেন খান ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহজালাল ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবদুল মালেক জিহাদী, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা জিয়াউর রহমান ও ক্বারী শাহ শানুর আলী। সংঘের সভাপতি আবদুল তাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জিলু মিয়া, আলিফ মিয়া, সাংবাদিক আলী হোসেন খান, আছকন্দর মিয়া, রাহিম উল্লাহ, ব্যবসায়ী রুমেন আহমদ রনি, নবীন লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক জয় প্রমূখ।