মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮ থেকে ১২টি কেন্দ্রের ৭৫টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। সরজমিনে দেখা যায়, নারী ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে ভোটাধিকার করছেন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি। তবে এখন পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে কঠোর।