মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামে প্রতি বছরের মতো এবারো ২৩ তম ভূবন মঙ্গল গৌর গোবিন্দের অষ্ট প্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রোববার শ্রী শ্রী কালাচাঁদ জিউড় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষ জনতার ঢল নেমেছে। সংকীর্ত্তন উদযাপন কমিটির সভাপতি রাজ মোহন দাস, সাধারণ সম্পাদক সত্যবান দাস ও স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু বলেন, প্রতি বছর আমাদের ঐতিহ্যবাহী লীলা সংকীর্ত্তণকে ঘিরে এলাকায় সর্বস্তরের জনতার ঢল নেমে থাকে। এছাড়া সমাজসেবক সাইদুর রহমান বলেন, সনাতন ধর্মালম্বীদের এ অনুষ্ঠানে প্রতি বছর ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম হয়।