আবদুর রহিম ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সৌদি আরব প্রবাসী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা সদস্য হাজী আকলিছ মিয়ার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সম্পাদক জিলানী আহমেদের পরিচালনায় সভার শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংঙ্গীত পরিবেশন ও শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন সদস্য মিফতাহ উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য কাসেম আলী তালুকদার। বক্তব্য রাখেন, আলীনূর রহমান, সংগঠনের সাবেক সহ-সভাপতি রুবেল আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এনাম। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শহর থেকে আসা সকল সম্মানিত সদস্যবৃন্দ ।
সভায় রাণীগঞ্জ সৌদি আরব প্রবাসী সংগঠনের ২০২০-২০২২ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমেদ, যুগ্ম-সম্পাদক জিলানী আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামছুল হক, সহ-সম্পাদক যুবায়ের আহমেদ, রিপন মিয়া, অর্থ সম্পাদক কাসেম আলী তালুকদার, সহ-সম্পাদক মিফতাহ উদ্দিন, প্রচার সম্পাদক মিটু হোসাইন, সহ-সম্পাদক আজমল হোসেন, হাসান তালুকদার, ধর্ম সম্পাদক দুলাল আহমেদ, শিক্ষা সম্পাদক আংগুর আলম, সহ-সম্পাদক শহীদ উল্লাহ সুজাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইজাজুল হক, পরিবেশ সম্পাদক আলীনূর রহমান, সহ-সম্পাদক বদরুল হাসান, স্বাস্থ্য সম্পাদক সাজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক শামীম আহমেদ, সহ-সম্পাদক ফয়ছল আলম, সাংস্কৃতিক সম্পাদক সাদিক মিয়া, ত্রান ও দূর্যোগ সম্পাদক রবিউল হক, আন্তর্জাতিক সম্পাদক এমদাদুল হক মিলন ও সহ-সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয় আখলিছ মিয়াকে। অন্য উপদেষ্টাবৃন্দরা হলেন শেখ খসরু মিয়া, কবির মিয়া, কয়েছ আহমেদ, শেখ বদরুল আলম, আছাব উদ্দিন ও ইজাজুল ইসলাম। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়।