মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসের শুরুতে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।