মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জগন্নাথপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র হিসেবে প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। দিন ব্যাপী পৃথক ভাবে আনন্দ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা ভবন সহ বিভিন্ন সরকারি অফিসকে আকর্ষনীয় আলোয় আলোক সজ্জায় সজ্জিত করা হয়। সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।