মো.শাহজাহান মিয়া/আলী জহুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য শোক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এছাড়া প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীককৃতিতে শ্রদ্ধাঞ্জলি অরপন, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।