মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে নজির আহমদ (৩৫) নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লোহারগাঁও গ্রামের সিরাজ আলীর ছেলে।
জানাগেছে, ২৩ ফেব্রুয়ারি স্থানীয় রসুলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে এ ঘটনা ঘটে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।