মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মিথ্যা অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। জানাগেছে, ২৯ অক্টোবর সোমবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ শেরপুর গ্রামের দুদু মিয়ার ছেলে আজিজুর রহমানকে ১৮ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।
এছাড়া ২৯ অক্টোবর দুপুরে পুলিশের পৃথক অভিযানে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের আছদ্দর আলীর ছেলে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ৩০ অক্টোবর মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে-এ ঘটনায় ইয়াবা সহ দুই আসামী গ্রেফতার শিরোনামে ২/১ একটি গণমাধ্যমে সংবাদ ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে ইয়াবা সহ আজিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। আনোয়ার হোসেনকে নয়। আনোয়ার হোসেনকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। অথচ সংবাদে ইয়াবা সহ এ দুইজনকে জড়ানো হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ সংবাদের মাধ্যমে আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের সম্মান হানি হয়েছে। তাই মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন আনোয়ার হোসেনের মামা আবু বক্কর। সেই সাথে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।