মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে। যা স্থানীয় ভাষায় বলা হয় মাঘে-মেঘে দেখা। ২০ জানুয়ারি সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতে কৃষক সহ জনমনে স্বস্তি ফিরে আসে।
অনেক দিন ধরে পানির অভাবে অনেক হাওরে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। আবাদকৃত জমি ফেটে চৌচির হয়ে গেছে। চারদিকে শুরু হয় বৃষ্টির জন্য হাহাকার। অবশেষে বৃষ্টি হওয়াতে রোপনকৃত বোরো ফসল সহ সব ধরণের শাক-সবজি ও বৃক্ষরাজির উপকার হয়েছে বলে অনেকে জানান। এছাড়া আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার দিন ব্যাপী আকাশ মেঘলা থাকলেও কোন বৃষ্টি হয়নি।